Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

অফিস সম্পর্কিত

          ব্রিটিশ ভারতে ১৯২৪ সালে জনগণকে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতন করার লক্ষ্যে পাবলিক হেলথ্‌ ডিভিশনের অধীনে  ডিস্ট্রিক্ট পাবলিক রিলেশনস অফিস সৃষ্টি করা হয়।কালীন তথ্য বিভাগের আওতায় পাবলিসিটি ডিপার্টমেন্ট নামে কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে বিভাগের কার্যক্রম শুরু হয়। ১৯৪৭ সালে তথ্য বেতার মন্ত্রণালয়ের অধীনে ফিল্ড পাবলিসিটি এবং নিউজ ফিল্ম শাখা নিয়ে পাবলিক রিলেশনস ডাইরেক্টরেট গঠিত হয়। ১৯৬৮ সালে এর কর্মপরিধি বাড়িয়ে প্রত্যেক জেলায় একজন ডিষ্ট্রিক্ট পাবলিক রিলেশন্স অফিসারের পদসৃষ্টি করা হয়। স্বাধীনতাত্তোর বাংলাদেশের তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করার মাধ্যমে উন্নয়ন কার্যক্রমে উদ্বুদ্ধ সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ পরিষদ, বিএনআর এবং মহিলা শাখাকে একত্রিত করে ১৯৭২ সালে গণযোগাযোগ অধিদপ্তর গঠন করা হয়। দেশের ৬৪টি জেলা ও ৪টি পার্বত্য উপজেলাসহ মোট ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তর সরকারের কর্মসূচি ও নীতি সম্পর্কে দেশের জনসাধারণকে অবহিত, শিক্ষিত ও উদ্বুদ্ধ করে দেশের উন্নয়নে সম্পৃক্ত করে।

 

জেলা তথ্য অফিসের ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী -বিনোদনের মাধ্যমে মানুষের আচরণ পরিবর্তনে যোগাযোগের এক সফল মাধ্যম

 

          জেলা তথ্য অফিস,নেত্রকোণা তথ্য মন্ত্রণালয়ের আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের অধীন মাঠ পর্যায়ের একটি প্রচারধর্মী প্রতিষ্ঠান।  স্বাস্থ্য ও শিক্ষা, নারী ও শিশু উন্নয়ন, যৌতুক  ও বাল্য বিবাহসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে  জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করণের জন্য জেলা তথ্য অফিসের রয়েছে বিভিন্ন প্রচার কৌশল। এর অন্যতম প্রধান হলো- ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শনী। বিনোদনের মাধ্যমে জনগণকে কাঙ্খিত তথ্য প্রদানের অত্যন্ত  কার্যকারী মাধ্যম হচ্ছে চলচ্চিত্র প্রদর্শন।চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে জেলা তথ্য অফিসের রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস। প্রথমত জনগণকে স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে সচেতন করার লক্ষ্যে ডিস্ট্রিক্ট পাবলিক রিলেশনস অফিসের আওতায় তৎকালীন বৃটিশ ভারতে ১৯২৪ সালে প্রথম শুরু হয় মাঠ পর্যায়ে চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম। সে সময় অত্যন্ত জনপ্রিয় ছিল এটি যা সাধারণ  জনগণের মাঝে পাবলিসিটি বা বায়োস্কোপ নামে পরিচিত ছিল। বর্তমান আকাশ সংস্কৃতির যুগেও এর আবেদন এতটুকুও কমেনি। পূর্বে ১৬  মিঃমিঃ ফিল্মের মাধ্যমে প্রদর্শন করা হলেও  বর্তমানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ডিভিডির মাধ্যমে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। অফিস সময় শেষে যখন সকলে বাসায় ফেরে তখন তথ্য অফিসের সিনেঅপারেটর ও অন্যান্য সহকারী বৃন্দসহ সিনেমা ইউনিট নিয়ে বেরিয়ে পড়ে প্রত্যন্ত অঞ্চলে চলচ্চিত্র প্রদর্শনের জন্য। নিভৃত গ্রামের সাধারণ জনগণকে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সিনেমা প্রদর্শন শেষে গভীর রাতে বাসায় ফেরেন তারা। প্রচন্ড শীত বা গরম এবং প্রাকৃতিক প্রতিকূল অবস্থার মধ্যে ও কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা দুর্গম এলাকায় সিনেমা ইউনিট নিয়ে উপস্থিত হন তথ্য অফিসের লোকজন।

         

           জেলা তথ্য অফিসের রয়েছে বিভিন্ন বিষয়ে ব্যাপক সংখ্যক চলচ্চিত্রের সংগ্রহ। জনপ্রিয় শিল্পীদের অভিনীত এসব চলচ্চিত্র মানুষের একদিকে যেমন প্রয়োজনীয় তথ্য তুলে ধরতে  মনে সাথে সাথে সুস্থ বিনোদনের  মাধ্যম হিসেবে ও কাজ করে।

দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে এখনো আধুনিক সুযোগ সুবিধা পৌঁছায়নি সে সমস্ত অঞ্চলে জেলা তথ্য অফিস ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করে থাকে। মুক্তি যুদ্ধ বিষয়ক,  শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, স্যানিটেশন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী উন্নয়ন, যৌতুক প্রথা নির্মুল, ডিজিটাল বাংলাদেশ প্রভৃতি বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়ে থাকে।  নিম্নে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সংশ্লিষ্ট ছবির  নাম ও  বিষয়  বস্তু তুলে ধরা হলোঃ-

 

         বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক কর্ম সংশ্লিষ্ট                            মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র

                        চিরঞ্জীব  বঙ্গবন্ধু                                               জয়যাত্রা                 

                        স্বাধীনতা আমার স্বাধীনতা                                    ওরা ১১ জন  

                        আমাদের বঙ্গবনধু                                              আলোর মিছিল

                        ডিজিটাল বাংলাদেশ                                           মেঘের অনেক রং

                        ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন                                    একাত্তরের যীশু

                        ডিজিটাল বাংলাদেশ                                            হাংগর নদী গ্রেনেড

                                                                                            আগুনের পরশমনি

 

                                  ই-তথ্যকোষ

                                      ক)শিক্ষা                                              

             খ)কৃষি

                                      গ)স্বাস্থ্য

 

                নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন                                 যৌতুক, বাল্যবিবাহ ওনারী নির্যাতন সংশ্লিষ্ট                                                                                                                                                                  

                  যখন পুতুল খেলার বয়স                                                                 শাস্তি

অর্ধেক আকাশ                                                           বাবা আমি বউ হবনা     

                          দুজন দুজনার                                                            জীবন পন্য নয়

                          নারীর ক্ষমতায়ন                                                         লাল সুতায় বিয়ে

                          মিতার পৃথিবী

  

  

        ইভটিজিং                        মাদক গ্রহণ ও পরিণতি                              এইচআইভি/এইডস

        বুমেরাং                          চোখ মেলে চাও                                      পরিণাম

        পরিণতি                         ঘুণ                                                     দুই বোন

        এখনি সময়                     ফুলের সুবাস                                          তীর বেধাঁ পাখি

                                                                                                      নায়িকা

   

 

শিশু ও নারী পাচার রোধ ও শিশু অধিকার বিষয়ক                                        সন্ত্রাস ও জঙ্গীবাদ

                একটু খানি ভালোবাসা                                                     এসো শান্তির পথে

                কোমোল হাতে কঠিন বোঝা                                               সর্বনাশা জঙ্গীবাদ

                      অন্ধকারে আলোর দিশা                                                    জঙ্গীবাদ সর্বনাশ

                      বেচাঁ-কেনা                                                                  ওদের ধরিয়ে দিন

                      কালো হাত                                                                  মানবতার করুন আর্তনাদ

                                                                                                       আলবদর

                                                                                                       ভুল পথে নয়

 

     প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও নবজাতক শিশুর যত্ন                                  কৃষি ভিত্তিক                                          

         মা                                                                                   কৃষি ক্ষেত্রে সাফল্য                                

         ভালোবাসার ঘর সংসার                                                       গ্রামের নাম বকুলপুর

        পরিবার পরিকল্পনা                                                               চেনা মানুষ অচেনা 

         আশা লতা                                                                              জীবনের গান

               হাসি বানুর কথা                                                                   

               মিষ্টি কথা                                                                         

               স্বাস্থ্য কথা

               লাইলীর যত কথা

 

                           মিনা সিরিজ

   মিনা ও দুষ্ট ছেলে

আজব দেশে সজীব দেশে

যাদুর পাথর

যৌতুক বন্ধ কর

নিউমোনিয়া

বন্যায় নিরাপদে থাকি

মুরগী গুলো গুনে রাখি

মিনা কি স্কুল ছেড়ে দিবে

 

জীবন বাঁচানো

মিনার তিনটি ইচ্ছা

আর নয় কান্না প্রস্তুত বন্যা

আমি মিনা

আমি স্কুল ভালোবাসি

মেয়েদের যত্ননা ও

মিনা এলো শহরে

রুপকথার দেশে মিনা

               মহান স্বাধীনতা, বিজয় দিবস ও মাতৃভাষা দিবস

                                          ভুলি নাই তোমাদের

                                          হৃদয়ে একুশ

                                          মহান বিজয় দিবস

 

 

           উল্লেখিত চলচ্চিত্র গুলো ছাড়া ও রয়েছে দারিদ্র বিমোচন বিষয়ে-স্বপ্ন হলো সত্যি, শিক্ষামূলক -ফুল ফুটবেই, বৃক্ষরোপন বিষয়ে-শ্যামলছায়া, বিদ্যুৎ সাশ্রয়ী বিষয়ক -ঘরে ও বাইরে সাশ্রয়ী হোন, গ্যাস সাশ্রয়ী বিষয়ক- জাতীয় সম্পদ গ্যাস, দুষিত পানি বিষয়ে- আর্সেনিক, আদম শুমারী বিষয়ে- আদম শুমারী ও গৃহগণনা, দুর্নীতি বিষয়ে- লজ্জা ও আপদ বিদায়, ভুমিকম্পের উপর নির্মিত- নয় ভীতি-চাই প্রস্তুতি, বই পড়ার বিষয়ে-জানতে হলে পড়তে হবে, অর্থনৈতিক শুমারী বিষয়ে- অর্থনৈতিক শুমারী, এসিড সন্ত্রাস, নিরাপদ সড়ক, স্যানিটেশন, জাল নোট সনাক্তকরণ, আত্নকর্মসংস্থান, একটিবাড়ী একটি খামার ইত্যাদি।