Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
উত্তম চর্চার (Best Practice) তালিকা
Details

জেলা তথ্য অফিস, নেত্রকোণা অনুসৃত উত্তম চর্চার (Best Practice) তালিকা:

০১. যথাসময়ে (সকাল ০৯.০০ ঘটিকা) অফিসে উপস্থিত থাকা।

০২. দাপ্তরিক নথির কাজ দ্রুত ও যথাসময়ে সম্পন্ন করা।

০৩. অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের সাথে সৌজন্যমূলক আচরণ করা।

০৪. অফিস সময় শেষ হওয়ার পূর্বে অফিস ত্যাগ না করা।

০৫. বয়োজ্যেষ্ঠদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করা।

০৬. দাপ্তরিক ও সেবামূলক কর্মকাণ্ড পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে নিয়মিত সভা করা।

০৭. বিদ্যুৎ অপচয় রোধে সচেষ্ট থাকা।

০৮. দাপ্তরিক নথিপত্র শ্রেণিবিন্যাস করে সুসজ্জিত রাখা।

০৯. সেবামূলক কাজে ব্যবহৃত যন্ত্রপাতি (কম্পিউটার) যন্ত্রের সাথে ব্যবহার করা।

১০. অফিস কক্ষ ত্যাগ করার সময় লাইট, কম্পিউটার, এসিসহ সকল প্রকার যন্ত্রপাতি খেয়াল করে বন্ধ করা।

১১. এ কার্যালয়ের তথ্য বাতায়ন নিয়মিত হালনাগাদ করা।

১২. সরকারি বিভিন্ন বিধি-বিধান পালনে আন্তরিক হওয়া।

১৩. নথির সূচনাকারী সহকারী (Dealing Assistant) সকলকে তাদের কার্যাদি সংশ্লিষ্ট হালনাগাদকৃত আইন, বিধিবিধান, পুস্তকাদি ইত্যাদি সংগ্রহে রাখতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে।

১৪. এসিআর এবং টিএ বিল রেজিস্টারে লিপিবদ্ধ করে অফিস কপি সংরক্ষণ করতে হবে।

১৫. এপিএ টার্গেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হারে ডি-ফাইলিং কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

১৬. হাজিরা খাতায় উপস্থিতি নিশ্চিতকরণসহ অফিস প্রধানের স্বাক্ষরেরর জন্য প্রেরণ করতে হবে।

১৭. সেবা গ্রহণকারীদের সাথে উত্তম আচরণ নিশ্চিত করতে হবে।

১৮. ময়লা আর্বজনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে ।


Publish Date
02/10/2023
Archieve Date
30/06/2024