কি সেবা পাবেনঃ
Ø ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন এবং ঊদ্বুদ্ধকরণ লোক সংগীতানুষ্ঠান।
Ø সেমিনার/মহিলা সমাবেশ/আলোচনা সভার আয়োজন।
Ø কমিঊনিটি সভা এবং ঊঠান বৈঠকের আয়োজন।
Ø কিশোর মেলা, শিশুমেলা ও নারী মেলার আয়োজন।
Ø কথামালা প্রচার ও খন্ড সমাবেশ।
Ø পিএই কভারেজ প্রদান ও ভাষনযন্ত্র স্হাপন।
Ø সিনেমা হল পরিদর্শন ও অশ্লীল ছবি প্রদর্শন বন্ধে কার্যক্রম গ্রহন।
Ø মাসিক জনমত প্রতিবেদন তৈরী।
Ø পোস্টার, লিফলেট ও প্রচারপত্র বিতরণ।
Ø প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আয়োজন।
Ø সংবাদ বিঞ্জপ্তি প্রস্তুত ও প্রকাশ।
Ø স্হানীয় বিভিন্ন বিভাগ এবং প্রেস ও সাংবাদিকদের সাথে প্রচার কাজের সমন্বয়।
কিভাবে সেবা পাওয়া যাবেঃ
v এ অধিদপ্তরের অধীনেজেলা তথ্য অফিস সমূহ বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা এবং জনপ্রতিনিধি, গণ্যমান্য
ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় নেতা ওকমিঊনিটি লিডারদের সাথে আলোচনাক্রমে জনগণকে
সেবা প্রদানের পদ্ধতিগুলিকোথায়, কিভাবে প্রদান করা হবে, তার অগ্রিম কর্মসূচী প্রনয়ন করা হয় এবং
সেমোতাবেক তা বাস্তাবায়ন করা হয়ে থাকে।
v বিভিন্ন ঊদ্বুদ্ধকরণ কর্মসূচির কপি গণযোগাযোগ অধিদপ্তরের কার্যালয়, স্হানীয় জেলা প্রশাসন ও ঊপজেলা প্
রশাসনে প্রেরণ করা হয়।
v এছাড়া গ্রাম পর্যায়ে সেবা প্রদানের এ কর্মসূচী সম্পর্কে স্হানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিকে অবহিত করা
হয়।
v আগ্রহী কোন ব্যক্তি এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা তথ্য অফিসে যোগাযোগ করলে কর্মসুচী সম্পর্কে জানতে পারবেন।
v আগ্রহী কোন ব্যক্তি এ সেবা গ্রহণ করতে ইচ্ছুক হলে সরাসরি সংশ্লিষ্ট সিনিয়রতথ্য অফিসার এর নিকট মৌখিক
বা সাদা কাগজে লিখিত দরখাস্ত করতে পারেন।
v সিনিয়র তথ্য অফিসার বাজেট প্রাপ্তির সাপেক্ষে আবেদনকারীর সাথে আলোচনা করে নির্দিষ্ট সেবা প্রদান
করবেন।
v গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,
গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ওকমিঊনিটি লিডারদের অন্তর্ভূক্ত করা হয়। তাদের মাধ্যমে অথবা
সরাসরিগণযোগাযোগ অধিদপ্তর বা জেলা তথ্য অফিস সমূহে যোগাযোগ করে সাধারণ মানুষ এঅধিদপ্তরের সেবা
গ্রহণ করেতে পারেন।
v জনগনকে প্রকৃত অর্থে সেবা প্রদান করাই জনকল্যাণমূখ প্রতিটি সরকারের অন্যতম দায়িত্ব।
v আপনার এলাকায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশ এবং দেশের মানুষের জীবনমান ঊন্নয়নে জেলা তথ্য অফিসের
সাহায্য নিন।
v আপনার এগিয়ে আসা এবং সহযোগিতার মনোভাব গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিস সমূহের কাজ
সুসংহত করবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS